Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুগন্ধা নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প

প্রকল্পের শিরোনাম :

সুগন্ধা নদীর ভাংগন হতে ঝালকাঠি জেলার সদর উপজেলা ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা।

প্রকল্পের পটভূমি :

বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদী ভাঙ্গন একটি প্রতিনিয়ত ঘটনা। ঝালকাঠি জেলার সদর ও নলছিটি উপজেলা সুগন্ধা নদীর তীরে  অবস্থিত। সুগন্ধা নদীটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন এলাকায় প্রবহমান কীর্তনখোলা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা মগড়, নলছিটি পৌরসভা, কুলকাটি ও পোনাবালিয়া ইউনিয়ন অতিক্রম করে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বিশখালী নদীতে নিপতিত হয়েছে। সুগন্ধা নদী একটি আঁকাবাঁকা বা মিন্ডারিং নদী। ফলে তীব্র স্রোত এর সময় এখানে ঘূর্নাবর্তা সৃষ্টি হয়; যার কারণে ব্যাপক নদী ভাঙ্গন সংগঠিত হয়। উপরন্তু এটি একটি জাতীয় নৌরুট। এ স্থান দিয়ে দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল, হুলারহাট, পিরোজপুর, বাগেরহাট, খুলনা এবং মংলা পোর্ট ইত্যাদি অঞ্চলে নৌ চলাচল করে। যার ফলে বৃহদাকার নৌযান চলাচলের কারনে যে ঢেউ সৃষ্টি হয় তাও নদীর পাড় ভাঙ্গনকে ত্বরানিত করে।

ভাঙ্গন কবলিত এলাকা রক্ষাকল্পে “সুগন্ধা নদীর ভাংগন হতে ঝালকাঠি জেলার সদর উপজেলা ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা” শীর্ষক প্রকল্পটি বিগত ০৯-১১-২০২৩ খ্রিঃ তারিখে একনেকে অনুমোদন লাভ করে।

প্রকল্পের উদ্দেশ্য :

  • ১১.১৪৫ কিঃ মিঃ স্থায়ী নদীর তীর সংরক্ষণমূলক কাজ এবং ১.৭৫৬ কিঃ মিঃ প্রাক-প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ এবং বন্যার কবল হতে স্থানীয় জনগণকে রক্ষা করা।
  • বিদ্যালয়, এবং হাট-বাজার, রাস্তা ও ব্রিজ, ফসলি ও বাসযোগ্য জমি, বসবাসের বাড়ি-ঘর, ধর্মীয় উপসানালয়, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ইত্যাদি নদী ভাঙ্গন থেকে রক্ষা করা।
  • প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন সাধন এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা।
  • আনুমানিক ৩০৪৭৫০.০০ লক্ষ টাকার  সম্পত্তি রক্ষা করা।

প্রকল্পের বাস্তবায়নকাল :

অক্টোবর ,২০২৩ হতে জুন,২০২৭

প্রকল্প এলাকা:

ক্রমিক নং বিভাগ জেলা উপজেলা/সিটি কর্পোরেশন/পৌরসভা
বরিশাল ঝালকাঠি ঝালকাঠি সদর ও নলছিটি


প্রকল্পের প্রধান কার্যাবলী :

নদী তীর সংরক্ষণ কাজ:

  • তিমিরকাঠি এলাকায় ০.৭০০ কিঃ মিঃ
  • নৌ-বাহিনীর ভর্তি তথ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় ০.৫৩১ কিঃ মিঃ
  • নলছিটি পৌরসভার ৪, ৫ ও ৭ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় ১.৯৯৫ কিঃ মিঃ
  • ষাটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় ০.৮০০ কিঃ মিঃ
  • কুতুবনগর এলাকায় ১.৩০২ কিঃ মিঃ
  • চর ভাটারাকান্দা এলাকায় ২.০৪৫ কিঃ মিঃ
  • শেখেরহাট এলাকায় ৩.৭৭২ কিঃ মিঃ

প্রাক-প্রতিরক্ষা কাজ:

  • তিমিরকাঠি এলাকায় ০.৮৩৫ কিঃ মিঃ
  • ষাটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় ০.৯২১ কিঃ মিঃ

নদী তীর সংরক্ষণ মজবুতকরণ কাজ:

  • নলছিটি পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় ০.৩১৪ কিঃামঃ নদী তীর সংরক্ষণ মজবুতকরণ